রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কারও হঠকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা: সাইফুল হক

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৮:৪৯ পিএম

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবকে আড়াল করে আমরা সামনে এগুনো যাবেনা বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, গত ৫৪ বছরে এদেশের মানুষ বারে বারে প্রতারিত হয়েছে। স্বাধীনতা সংগ্রামের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করতেই ২০২৪ এর গণঅভ্যুত্থান। কারও হঠকারিতার গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা। বুধবার (২৬ মার্চ) সাভার জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী  শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের গণ আকাঙ্ক্ষা বারে বারে প্রতারিত ও পদদলিত হয়েছে। মুক্তিযুদ্ধের ঘোষণা- সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বিপরীতে দেশকে ঠেলে দেয়া হয়েছে।পাকিস্তানি জমানার মত একদেশে দুই অর্থনীতি দুই সমাজ কায়েম হয়েছে।’ 

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করতেই ২০২৪ এর গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের প্রধান অঙ্গীকার হচ্ছে বাংলাদেশ আর পুরানো ফ্যাসিবাদী জমানায় ফিরে যাবেনা। গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে ন্যূনতম জাতীয় সমঝোতা বিনষ্ট করা যাবেনা। কারো কারো হঠকারিতা ও বাড়াবাড়ির কারণে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা।’

জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে অস্পষ্টতা রয়েই গেল। কেউই অপরাধের বিচার ও সংস্কারের বিরুদ্ধে নয়।তিনি ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানকে লক্ষ্য রেখে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত