রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কানাডার নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সতর্কতা

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৩:০৯ এএম

কানাডার আসন্ন নির্বাচনে ভারত প্রভাব খাটাতে পারে বলে মনে করছে দেশটির গোয়েন্দা সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস)। গোয়েন্দা সংস্থার উপপরিচালক ভেনেসা লয়েড এ অভিযোগ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ২৮ এপ্রিল কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে ভারতের পাশাপাশি চীন, রাশিয়া ও পাকিস্তানও কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। এক সংবাদ সম্মেলনে সিএসআইএসের ডেপুটি অপারেশনস ডিরেক্টর লয়েড বলেন, বিভিন্ন বিদেশি শক্তি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে। তবে চীন ও ভারত উভয়ই বিদেশি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।

কানাডীয় গোয়েন্দা সংস্থা সিএসআইএসের উপপরিচালক ভেনেসা লয়েড বলেন, বিরোধী রাষ্ট্রগুলো কানাডার নির্বাচনে হস্তক্ষেপের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে চীন। আসন্ন নির্বাচনে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গণতন্ত্র ব্যাহত করতে পারে। সিএসআইএসের এই ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে আরও বলেন, কানাডার বিভিন্ন গোষ্ঠী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার মতো অভিপ্রায় এবং ক্ষমতা ভারতেরও রয়েছে বলে আমাদের নজরে এসেছে।

এর আগে, জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী থাকার সময়ে গত ফেব্রুয়ারিতেও ভারতের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। কানাডীয় নাগরিক ও খালিস্তানপন্থি নেতা হরদীপ সিংহ নিজ্জার হত্যায় ভারত জড়িত বলে অভিযোগ করে কানাডা। ওই অভিযোগও খারিজ করেছে ভারত। তবে ওই ঘটনার পর থেকেই মূলত দুই দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এই ঘটনার জেরে কানাডা ও ভারত উভয় দেশই নিজেদের দেশ থেকে অন্য দেশের ছয়জন করে কূটনীতিককে বহিষ্কার করেছে। তখন থেকেই কার্যত ভারতের সঙ্গে কানাডার দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। পরে এ অভিযোগের তদন্ত করে কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশ। তদন্ত চলাকালীন সময়েও ভারতীয় এজেন্টরা কানাডার মাটিতে সক্রিয় ছিল এবং একের পর এক অঘটন ঘটিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত