সেই কাতার বিশ্বকাপের পর থেকেই ব্রাজিলের কোচ হওয়া নিয়ে আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তার জন্য দীর্ঘদিন অপেক্ষাও করেছে। শেষ পর্যন্ত আনচেলত্তি রিয়াল না ছাড়ায় দরিভাল জুনিয়রকে কোচ বানায় ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের ভরাডুবির পর দরিভালের চাকরি যায় যায়। সেইসাথে ফের আলোচনায় আনচেলত্তি।
২০২৪ সালের জানুয়ারিতে দরিভাল প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল ১৬টি ম্যাচ খেলে ৭টি করে জয় এবং ড্র করেছে। পরাজয় ২টি। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘটেছে তাদের। আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর দরিভালকে বরখাস্ত করার দাবি উঠেছে। ব্রাজিল এখনো কার্লো আনচেলত্তিকে পাওয়ার আশা ছাড়েনি। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আনচেলত্তি।
এতদিন শোনা যাচ্ছিল, ব্রাজিলের কোচ হতে নাকি আনচেলত্তির আপত্তি নেই। এবার তার কথাতেও ফুটে উঠল আগ্রহের বিষয়টি। আজ শুক্রবার লেগানেসের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই বিষয়ে আনচেলত্তি বলেন, ‘(রিয়ালের সঙ্গে) চুক্তি পরিষ্কার, এটা নিয়ে কিছু বলার নেই। ব্রাজিল, তাদের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি আমার অনেক ভালোবাসা। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার চুক্তি আছে।’
রিয়ালের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি আছে আনচেলত্তির। গুঞ্জন আছে, এর আগেই আনচেলত্তিকে রাজি করাতে নাকি চেষ্টা করে যাচ্ছেন দুইবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি রোনালদো। এই বিষয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, ‘রোনালদোর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে কিনা, মনে নেই। আমরা অন্য অনেক বিষয় নিয়েই কথা বলি, দেখা করি, অনেক কথা হয় আমাদের, তবে এই বিষয় নিয়ে নয়।’
ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) থেকে কোনো প্রস্তাব পেয়েছেন কিনা- এমন প্রশ্নে ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচ শুধু বলেন, ‘না, একদমই না।’