বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৩০ কিশোর

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় ৩০ শিশু-কিশোর পেয়েছে বাইসাইকেলসহ নানা উপহার। ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব ধর্মপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব ধর্মপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম।

পূর্ব ধর্মপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি সেলিম খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও গজারিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আলী আশরাফ, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, জায়লস্কর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ফখরুল ইসলাম মামুন।

পূর্ব ধর্মপুর সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল তানিম ও জিয়া উদ্দিন রাকিবের যৌথ সঞ্চালনায় এ সময় চিলড্রেন গার্টেনের অধ্যক্ষ আলা উদ্দিন, পূর্ব ধর্মপুর বায়তুল মামুর জামে মসজিদের কোষাধ্যক্ষ হাজী জামাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ব ধর্মপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি সেলিম খন্দকার জানান, শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে, সুন্দর, আলোকিত, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সংগঠনটির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনটি ২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ঈদগাহ নির্মাণ, মসজিদে পানির ফিল্টার স্থাপন, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান, অসুস্থদের চিকিৎসা অনুদান প্রদান সহ সমাজের অসহায় মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। দানশীলদের সহযোগিতায় আরো নতুন নতুন কর্মসূচি নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত