শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

এসএসসি পরীক্ষা নিয়ে এখনও ভাবছেন আজিজুল হাকিম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পিএম

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে ১০ এপ্রিল থেকে। এবারের পরীক্ষায় অংশ নেওয়ার কথা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমের। তবে আজিজুল হাকিম এবার পরীক্ষা দেবেন কিনা তা নিয়ে এখনও ভাবছেন।

আজিজুল হাকিমের নেতৃত্বে গেল বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। কয়েকদিন আগে জানা যায় শ্রীলঙ্কা সফরের জন্য এসএসসি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আজিজুল হাকিম। তবে আজ রবিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ম্যাচ খেলার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

আজিজুল হাকিম বলেন, 'আমি এখনো কথা বলছি বাসায় অভিভাবকের সঙ্গে। অনেকগুলো ম্যাচ খেলতেছি এশিয়া কাপ থেকে শুরু করে এনসিএল, বিপিএল তারপর আবার প্রিমিয়ার লিগ। পরীক্ষা আগে মানসিকভাবে প্রস্তুত থাকার একটা ব্যাপার আছে। আমি ভাবছি, বাসায় কথা বলছি যে কি করা যায়।'

শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ এমন প্রশ্নের উত্তরে আজিজুল হাকিম বলেন, 'শিক্ষা নিয়ে সালাহউদ্দিন স্যারসহ অনেকেই বলেছেন। পরের বছর (অনূর্ধ্ব-১৯) বিশ্বকাপের পর পরীক্ষা হতে পারে। তখন আমি ভালো সময় দিতে পারবো (পড়াতে)।'

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এর আগে আজিজুলের পরীক্ষার বিষয়টি নিয়ে বলেন, ‘অনেকে মনে করছেন, দেশের জন্য ত্যাগ করেছে। এটা আসলে অশিক্ষিত চিন্তাভাবনা। এটা তো বিশ্বকাপ না যে, এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাদ দেবে। একজন ক্রিকেটারের জন্য শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা না থাকলে শিখবে কী? যারা ওকে গাইড করেছে, তারা ঠিক করেনি। তাকে বোঝানো উচিত ছিল, পরীক্ষা দেওয়া জরুরি।’

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত