মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ইমরান খান নিজে না চাইলেও তার নামে হলো স্টেডিয়াম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৮:২২ পিএম

অলরাউন্ডার ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জেতে ১৯৯২ সালে। দেশটিতে ক্রিকেটার ইমরান খানের জনপ্রিয়তা অনেক। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছিলেন তিনি। এবার ইমরান খানের নামে নামকরণ করা হলো একটি স্টেডিয়াম।

অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দুর্নীতি ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে কারাবন্দী অবস্থায় আছেন ইমরান। তবে কিংবদন্তি ক্রিকেটার হিসেবে তাকে সম্মান জানাতে কৃপণতা করেনি স্থানীয় সরকার।

খাইবার পাখতুনখাওয়া সরকার প্রদেশের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু, আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম করেছে। আরবাব নিয়াজ ছিলেন পাকিস্তানের সাবেক ক্রীড়া মন্ত্রী।

ইমরান নিজে অবশ্য চাননি স্টেডিয়াম তার নামে হোক। তবু শেষ পর্যন্ত হয়েছে। প্রদেশের ক্রীড়া মন্ত্রী সৈয়দ ফখর জাহান সংবাদ মাধ্যম ডনকে জানিয়েছেন, এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত রাজনীতির ঊর্ধ্বে, কারণ ইমরান খান দেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় নাম।

তবে এই স্টেডিয়ামে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৬ সালে। সেটি ছিল পাকিস্তান ও ভারতের ওয়ানডে।

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত