বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ফিক্সিং সন্দেহ: ডিপিএলের সেই ম্যাচ ঘিরে তদন্তে নামল বিসিবি

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৪:০০ পিএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের ম্যাচকে ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ। বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচটি নিয়ে ইতোমধ্যেই বোর্ডের দুর্নীতি দমন ইউনিট (এসি‌ইউ) ও লিগ কমিটি তদন্ত শুরু করেছে।

গতকাল বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে একাধিক সন্দেহজনক ঘটনা ঘটে। এর মাঝে ব্যাটসম্যানের ইচ্ছাকৃত স্টাম্পিং হওয়ার ঘটনাও আছে। ম্যাচটি ঘিরে আলোচনা তৈরি হলে তদন্তের উদ্যোগ নেয় বিসিবি।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘খেলাধুলার স্বচ্ছতা ও শুদ্ধতার প্রতি বিসিবির অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের দুর্নীতি কিংবা আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে বোর্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।’

তদন্তের অংশ হিসেবে আজ অভিযুক্ত দুই ক্রিকেটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীনকে মিরপুরে ডেকে পাঠানো হয়। এই দুজন স্টেডিয়ামের একাডেমি মাঠে উপস্থিত হয়ে বিসিবি কর্মকর্তাদের সামনে বিতর্কিত স্টাম্পিংয়ের সেই ঘটনার পুনঃনির্মাণ করেন। এই দৃশ্য পুনঃনির্মাণ ধারণ করতে পিচের দুই পাশে ক্যামেরা বসানো হয়েছিল। এর মাধ্যমে সেই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিস্তারিত জানায়নি। বিসিবির পক্ষ থেকে বলা হয়, ‘তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৫০ ওভারের এই টুর্নামেন্ট নিয়ে অতীতেও নানা বিতর্ক হয়েছে। ফলে এবার লিগের ওপর কড়া নজরদারি ও কার্যকর পদক্ষেপের গ্রহণে জোর দিয়েছেন বোর্ড কর্তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত