মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

চাকরি হারাতে পারেন রিয়াল কোচ আনচেলত্তি

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৯:৪১ এএম

কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদকে দুই হাত ভরে দিয়েছেন। রিয়াল মাদ্রিদের ইতিহাসে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছেন। তবে এখন তার সেইসব অর্জনে ভাটা পড়েছে। চলতি মৌসুমে রিয়ালের অধারাবাহিক পারফরম্যান্সে পায়ের নিচ থেকে ক্রমে মাটি সরে যাচ্ছে এই ইতালিয়ান কোচের। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়নস লিগে আর্সেনালকে হারাতে না পারলে তার চাকরি চলে যেতে পারে।

লা লিগায় গত ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে রিয়াল। এরপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে গিয়ে তারা ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। এই দুই টুর্নামেন্টে রিয়ালের শিরোপা ধরে রাখার সম্ভাবনা খুবই কম। কোপা দেল রে'র ফাইনালেও রিয়ালের প্রতিপক্ষ বার্সেলোনা। চলতি মৌসুমে দুইবারের দেখায়ই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হেরেছে রিয়াল। দুই ম্যাচে ৯ গোল হজমের বিপরীতে করেছে মাত্র ২ গোল।

অথচ, চলতি মৌসুমে পিএসজি থেকে রিয়ালে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। শুরুর ধকল কাটিয়ে তিনি গোলের পর গোল করে যাচ্ছেন। কিন্তু দলের পারফর্মেন্সই নড়বড়ে হয়ে পড়েছে। এতে চাপ বাড়ছে কোচ আনচেলত্তির ওপর। ফুটবলের নির্ভরযোগ্য সংবাদদাতা ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রেজিও রোমানোর এক ফেসবুক পোস্টে জানা গেছে, সর্বশেষ দুই হারের পর আনচেলত্তির পায়ের নিচ থেকে মাটি সরে গেছে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল। ‘মার্কা’র বরাত দিয়ে ফ্যাব্রেজিও রোমানোর বক্তব্য অনুযায়ী, ঘরের মাঠের সেই ম্যাচ জিততে না পারলে ৬৫ বছর বয়সী আনচেলত্তির চাকরি চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। আনচেলত্তির উত্তরসূরি হিসেবে বায়ার লেভারকুসেনের কোচ জাভি আলনসোর রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ঘনিষ্ঠ সাংবাদিক হোয়াকুইন মারোতো এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি বিশ্বাস করি, আনচেলত্তি আগামী মৌসুমে থাকবেন না এবং ক্লাব বিশ্বকাপ পর্যন্ত তার থাকার কোনো মানে হয় না। এমনটা হয়, সব কোচের সঙ্গেই এটা হয়, চক্রের সমাপ্তি অনিবার্য।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত