২০২১ সালে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের মামলার রায়ের প্রতিবাদ এবং ছয় দফা দাবিতে বরিশালে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই অবরোধ কর্মসূচি শুরু হয়। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন।
এতে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এর আগে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর চৌমাথা হয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড চত্বরে অবস্থান নেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট বাতিল করায় তারা ক্ষুব্ধ। এ ছাড়া উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ছয় দফা দাবি উত্থাপন করেন তারা।
তারা আরও জানান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে আমরা ছয়টি দাবি তুলেছিলাম। তারা আমাদের সময় দিয়েছিল ১৫ এপ্রিল পর্যন্ত। কিন্তু কোনও ব্যবস্থা না নেওয়ায় আজ আমরা ব্লকেড কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। আজ আমরা রাজপথ ছেড়েছি দাবি আদায়ের প্রতিশ্রুতি নিয়ে। এরপর মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রতিনিধিদের এসে আমাদের দাবি পূরণ করতে হবে—তারপরই আমরা চূড়ান্তভাবে রাজপথ ছাড়ব।
পরে প্রশাসনের তৎপরতায় শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক থেকে অবস্থান তুলে নিয়ে পুনরায় পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।