অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, অ্যালিস্টার ক্যাম্পবেল, হিথ স্ট্রিকদের সেই দুর্ধর্ষ জিম্বাবুয়ে আর নেই। গত দুই দশক ধরেই দলটি খর্বশক্তির হয়ে পড়েছে। বাংলাদেশের কাছে জিম্বাবুয়ে এখন সহজ প্রতিপক্ষ। হারতে হারতে দলের অবস্থা যখন খারাপ হয়, তখনই ডাক পড়ে জিম্বাবুয়ের। তারই ধারাবাহিকতায় সিলেটে আগামীকাল রবিবার থেকে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
জিম্বাবুয়ের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে মিলিয়ে ১৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এতে বাংলাদেশ জিতেছে ৮টিতে, জিম্বাবুয়ের জয় ৭ টেস্টে। ড্র হয়েছে তিন টেস্ট। যদিও ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর দীর্ঘদিন জিম্বাবুয়ে বাংলাদেশের কাছে ছিলো প্রবল প্রতিপক্ষ, বৃষ্টি না হলে হারই ছিলো অবধারিত নিয়তি। কিন্তু রাজনৈতিক কারণে জিম্বাবুয়ের ক্রিকেট ক্রমশই নিম্মগামী হওয়ায় পরিস্থিতি বদলে যায়।
লাল বলে দুই দলের সর্বশেষ দেখা হয়েছে ২০২১ সালে। জিম্বাবুয়ের মাটিতে সেই টেস্ট সিরিজেও বাংলাদেশ জিতেছিল। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ২০১৮ সালে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে। সেই টেস্টটি হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সেটি ছিল সিলেট ভেন্যুর প্রথম টেস্ট। বাংলাদেশের মাটিতে দুই দলের ১০টি টেস্ট লড়াইয়ে স্বাগতিকরাই জিতেছে ৬টি, জিম্বাবুয়ে দুইই। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে।
দুই দলের লড়াইয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন টেইলরের। ১২ টেস্ট খেলে ৬১.৯৫ গড়ে, ৫ সেঞ্চুরিতে তার সংগ্রহ ১ হাজার ২৩৯ রান। তিনে থাকা মুশফিকুর রহিম ১০ টেস্টে ৫৭.১৩ গড়ে ৮৫৭ রান করেছেন। দুই দলের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম- ৬ টেস্টে ২২.১২ গড়ে ৪১টি। দুইয়ে থাকা সাকিব আল হাসান ৭ টেস্টে শিকার করেছেন ৩১ উইকেট।