বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বৃষ্টির পর ফের শুরু হয়েছে খেলা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০১:১৭ পিএম

মিডল অর্ডারের ব্যর্থতার পরও জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ লড়াই করছে বাংলাদেশের লোয়ার মিডল অর্ডার। অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ ফিফটি তুলে নিয়েছেন। তিনি ছুটছেন তিন অংকের দিকে। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন তানজিম সাকিব। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের স্কোর ৪০৬ রান, লিড হয়েছে ১৭৯ রানের। তবে মধ্যাহ্ন বিরতির পরই বৃষ্টি নামায় খেলা শুরু হতে ১৫ মিনিট দেরি হয়।

আজ বুধবার ২৯১ রান নিয়ে ৬৪ রানে এগিয়ে থেকে দিনটা শুরু করে বাংলাদেশ। মিরাজ-তাইজুলের ব্যাটে ৩০০ পেরোনোর পরই বৃষ্টি নামে। এতে কিছু সময় খেলা বন্ধ থাকলেও পরে সাড়ে ১০টার দিকে আবার শুরু হয়। প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেন দুই ব্যাটার। ভিনসেন্ট মাসেকেসার বলে তাইজুল ইসলামের বিদায়ে ভাঙে ৮ম উইকেটে ৬৩ রানের জুটি। এরপর মিরাজের সঙ্গী হন তানজিম সাকিব। মধ্যাহ্নবিরতির সময় বৃষ্টি নেমেছিল। ছবি: মোশারফ ভুবন

৭০ বলে ৭ বাউন্ডারিতে ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন সিলেট টেস্টের দুই ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হওয়া মিরাজ। মধ্যাহ্নবিরতির আগে তিনি অপরাজিত আছেন ১০৯ বলে ৭৬ রানে। তার সঙ্গী তানজিম সাকিব অপরাজিত ৫৭ বলে ২৯ রানে। ইতোমধ্যেই প্রথম ইনিংসে ১১৫ ওভার ব্যাটিং করে ৪০৬ রান তুলেছে বাংলাদেশ।

এর আগে গতকাল জিম্বাবুয়েকে ২২৭ রানে অল-আউট করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সাদমান ইসলাম (১২০)। তিন বছর পর টেস্ট খেলতে নেমে এনামুল হক বিজয় করেন ৩৯ রান। তবে বাংলাদেশের মিডল অর্ডার এদিন ভালো করতে পারেনি। ছোট্ট একটা ধসও নেমেছিল শেষ বিকেলে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত