জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে ভরাডুবির পর চট্টগ্রাম টেস্ট চার দিনে ইনিংস ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা বল হতে ঘূর্ণিঝড় তুলেছিলেন। স্পিন উইকেট বানিয়ে একগাদা স্পিনার খেলিয়ে প্রতিপক্ষকে কাবু করার সেই পুরনো কৌশল নিয়েছিল বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ের মতো খর্বশক্তির দলকে হারাতেও এমন স্পিন উইকেট তৈরির সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে হাবিবুল বলেন, ‘আশা করব শুধুই একটা ম্যাচের জন্য এই ব্যতিক্রম কাজ (স্পিন উইকেট) করা হয়েছে। হয়তো আমাদের একটা ম্যাচ জিততেই হতো, সেই চিন্তা থেকেই এমন উইকেট তৈরি হয়েছে। আমরা সবাই জানি যে, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে এমন উইকেট বানালে আমরা জিতব। তবে আমরা যে পুরনো চিন্তা থেকে বের হচ্ছিলাম, এটা আবার সেই দিকেই ফিরে যাওয়া হলো আরকি।’
বাংলাদেশে আসার আগে ৪ বছর এবং ১০ টেস্টে জয়হীন ছিল জিম্বাবুয়ে। সেই দলকে হারাতে স্পিন উইকেট তৈরি করা কিছুতেই মানতে পারছেন না হাবিবুল, ‘দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এই ধরনের উইকেট তৈরি করলে সেটা যৌক্তিক হতো। কারণ, বড় দলগুলোর বিরুদ্ধে আমরা হোম কন্ডিশনের সুবিধা নেওয়ার চেষ্টা করতেই পারি। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে এমন উইকেট বানানো কতটা যৌক্তিক, সেটা নিয়ে প্রশ্ন আছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জিতে মান-সম্মান বাঁচাতে বিসিবি যে কৌশল নিয়েছে, সেটাকে পিছিয়ে যাওয়া বলেই মনে করছেন হাবিবুল। এতে বিদেশের মাটিতে ভালো পারফর্মের লক্ষ্যও পূরণ হবে না বলে তার মত, ‘আমাদের বিদেশের মাটিতে পারফরম্যান্স নিয়ে বরাবরই প্রশ্ন আছে। আমরা চাচ্ছিলাম ব্যাটারদের বাউন্সি উইকেটের সঙ্গে মানিয়ে নিতে শেখাতে। প্রথম টেস্টে সেটা হয়নি বলে যদি পুরোনো পথে ফিরি, সেটা সঠিক নয়।’