সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে প্রতীকী চেয়ারে অগ্নিসংযোগ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবির লাগাতার কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ভিসির প্রতীকী চেয়ারে অগ্নিসংযোগ সংযোগ করেছে শিক্ষার্থীরা।

শনিবার বিকালে পূর্বনির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হয়। এরপর তারা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে দুর্বার বাংলা পাদদেশের এসে শেষ হয়।

পরে তারা দুর্বার বাংলার পাদদেশের ভিসির প্রতীকী চেয়ারে অগ্নিসংযোগ করে। এ সময় শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা দুর্বার বাংলার পাদদেশে সংক্ষিপ্ত বক্তব্যে অচিরেই ভিসির পদত্যাগ দাবি করেন ও নতুন ভিসি নিয়োগের মাধ্যমে ঘটে যাওয়ার ঘটনার সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তারা অচিরেই তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত