শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

দিনের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিলেন শান্ত

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১১:১৪ এএম

জিম্বাবুয়েকে তিনশ রানের টার্গেট দেওয়ার স্বপ্ন নিয়ে চতুর্থ দিনের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির করা দিনের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শর্ট বলটি পুল করতে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, বল তার ব্যাটের কানায় লেগে ডিপ ফাইন লেগে ভিক্টর এনুইচির হাতে জমা পড়ে।

আউট হওয়ার আগে শান্ত খেলেছেন ১০৪ বলে ৭ বাউন্ডারিতে ৬০ রানের ইনিংস। ১৯৪ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। ভাঙল জাকের আলীর সঙ্গে ৩৯ রানের জুটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫৮.৪ ওভারে বাংলাদেশ তুলেছে ১৯৯ রান। লিড হয়েছে ১১৭ রানের।

উল্লেখ্য, বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে আজ বুধবার চতুর্থ দিনের খেলা দেরিতে শুরু হয়েছে। মাঠ প্রস্তুত করার পর বেলা ১১টায় খেলা মাঠে গড়ায়। এরপরই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। উইকেটকিপার জাকের আলী অপরাজিত আছেন ৬১ বলে ২২ রানে। তার সঙ্গী হয়েছেন মেহেদী মিরাজ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত