সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জয়ের সুবাস নিয়ে চা বিরতিতে জিম্বাবুয়ে

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:০০ পিএম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ার পথে এগিয়ে চলেছে জিম্বাবুয়ে। জয় থেকে আর মাত্র ৫৭ রান দূরে তারা। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১১৭ রান তুলে চা বিরতিতে গেছে সফরকারীরা।

দ্বিতীয় সেশনে ২৭ ওভারে এসেছে ১১৩ রান, হারিয়েছে মাত্র একটি উইকেট। সেশনের একমাত্র সফল বোলার তাইজুল ইসলাম। তাঁর শিকার হয়েছেন আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে চলা বেন কারান। ৪৪ রান করে ফিরেছেন তিনি।

অপরপ্রান্তে উইকেটে জমে গেছেন ব্রায়ান বেনেট। ৫২ রানে অপরাজিত রয়েছেন এই ডানহাতি ব্যাটার। তাঁকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ শন উইলিয়ামস, যিনি এখনও রানের খাতা খুলতে পারেননি।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

চা বিরতির সময় স্কোরবোর্ডে জিম্বাবুয়ের সংগ্রহ ২৮ ওভারে ১১৭/২। জয় এখন খুব কাছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত