তামিম ইকবালের অনুপস্থিতিতে ব্যর্থতার ঘানি টেনে চলছেন বাংলাদেশের ওপেনাররা। সর্বশেষ সিলেট টেস্টেও ব্যর্থ হয়েছেন সাদমান-মাহমুদুলরা। ফলে চট্টগ্রাম টেস্টের দলে ডাক পেয়েছেন ঘরোয়া লিগে একের পর এক সেঞ্চুরি করে যাওয়া এনামুল হক বিজয়। ২০২২ সালে সর্বশেষ টেস্ট খেলা বিজয়কে দলে নেওয়ার বিষয়ে এবার মুখ খুললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছেন বিজয়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১৪ ইনিংসে ৭৯.৪৫ গড় ও ৯৭.৪৩ স্ট্রাইক রেটে ৮৭৪ রান করেছেন। আছে ৪টি করে সেঞ্চুরি এবং ফিফটি। এর আগে সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ১৩ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭০০ রান করেছিলেন। আর এনসিএল টি-টোয়েন্টিতে ১২ ইনিংসে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেন ৩৯২ রান।
হুট করে বিজয়কে দলে ডাকার প্রসঙ্গে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের গাজী আশরাফ বলেন, ‘আমার মনে হয় (ওপেনারদের) যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। যারা ওপেনিংয়ে ছিল তাদের আউটের ধরণ দেখলেই বুঝবেন। বিজয় অবশ্যই অনেক ভালো ফর্মে আছে। তাকে দলে নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। একটু দেরিতে হলেও সে সুযোগটা পেয়েছে।’
প্রধান নির্বাচক আরও বলেন, ‘বিজয় সবসময়ই আমাদের প্রক্রিয়ায় ছিল, ভাবনায় ছিল। কোনো ক্রিকেটারকে দলে ফেরানোর জন্য আগে ‘এ’ দলে খেলানোর প্রক্রিয়াটা অনুসরণ করছিলাম। সেই ধারায় গত বছর পাকিস্তানে ‘এ’ দলের সফরে বিজয় ছিল। প্রথম টেস্টে (ওপেনাররা) ব্যর্থ হওয়ায় একটা সুযোগ তৈরি হয়েছে। এছাড়া ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণেই বিজয় ছন্দে আছে।’