মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

প্রবাসী স্বামীর সঙ্গে কথা বলার ৩০ মিনিট পর মিলল স্ত্রীর লাশ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৮:১৭ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে হালিমা খাতুন (২০) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ তার বাবার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার বাড়া গ্রাম থেকে এই লাশ উদ্ধার  করা হয়।

জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের চর কামারিয়া ভাটিপাড়া গ্রামের নুরুল হকের ছেলে কুয়েতপ্রবাসী শরিফুল ইসলামের (২৩) সঙ্গে বারবাড়িয়া ইউনিয়নের বাড়া গ্রামের সিরু মিয়ার কন্যা হালিমা খাতুনের দুই বছর আগে বিয়ে হয়। তিন চার-মাস আগে শরিফুল ছুটিতে দেশে এসেছিলেন। গত ঈদে স্ত্রীকে শ্বশুর বাড়ি রেখে কুয়েত চলে যান। বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে হালিমা মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার আধা ঘণ্টা পর বসতঘরের বারান্দায় গলায় ওড়না বেঁধে ফাঁসিতে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন খোঁজ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত