পটুয়াখালী জেলার বাউফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ৩৬ জন চিকিৎসকের পদের বিপরীতে পদায়ন আছেন মাত্র ৬ জন। এতে হিমসিম খাচ্ছেন কর্মরত ডাক্তাররা। নিয়মিত চিকিৎসা বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রায় ৫ লাখ মানুষ।
জানা গেছে, ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে বাউফল উপজেলাটি গঠিত। জনসংখ্যা প্রায় ৫ লাখ। এই বিশাল জনগোষ্ঠির কথা মাথায় রেখে ২০১১ সালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩০ থেকে ৫০ শয্যায় উন্নিত করা হয়। উন্নিত হওয়ার পর থেকেই নানা সমস্যায় জর্জরিত রয়েছে প্রতিষ্ঠানটি। বিগত ৫ আগষ্টের আগে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের কম-বেশি অনিয়ম থাকলেও সম্প্রতি সময় তা ঘুরে দাড়াতে শুরু করেছে। কিন্তু চলতি মাসে ৪ জন ডাক্তার হঠাৎ বলদি হলে সমস্যায় পরেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটিতে ১ জন স্বাস্থ্য কর্মকর্তা,
১ জন আবাসিক ডাক্তার, ৭ জন সহকারী সার্জন, ডেন্টাল ১ জন, ইউনিানী ১ জন, জুনিয়ার কনসালটেন্ট ১০ জন, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কল্যান কেন্দ্রে ১৫ জনসহ মোট ৩৬টি পদ রয়েছে। এর বিপরিতে ১ জন স্বাস্থ্য কর্মকর্তা ও ২ জন কনসালটেন্টসহ মোট ৬ জন ডাক্তার কর্মরত আছেন। বাকি ৩০টি পদ শূণ্য রেখে কার্যক্রম পরিচালনায় হিমসিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে চিকিৎসা তো দুরে কথা চিকিৎসকই রোগী হতে বসেছেন।
নয়ন তারা বেগম উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. আবদুর রউফ বলেন, প্রায় ৫ লাখ জনগোষ্ঠির চিকিৎসা সেবা দেয়া আমাদের ৬ জন ডাক্তারের পক্ষে খুবই কঠিন বিষয় হয়ে দাড়িয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি সাধ্যমত। আমি আমার সিভিল সার্জনকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।
এবিষয়ে সিভিল সার্জন মো. খালিদুর রহমান মিয়া বলেন, বাউফলে চিকিৎসক সংকট রয়েছে সেটা আমি জানি। এবিষয়ে একটি লিখিত আবেদন স্বাস্থ্য মন্ত্রনালয়ে পাঠিয়েছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সংকট কেটে যাবে।