এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে জাপানি ক্লাব ইয়োকোহামা এফ. মারিনোসকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আল নাসর। আল নাসরের জয়ে জোড়া গোল করেছেন দলের নতুন সেনসেশন জন ডুরান। বাকি দুই গোল করেছেন রোনালদো ও সাদিও মানে।
শনিবার রাতে প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৭ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন জন ডুরান। সাদিও মানের ক্রস থেকে ইয়োকোহামার ডিফেন্ডার থমাস ডেং ভুল করে বল পোস্টে মারেন, আর সেখান থেকেই সহজেই গোল করেন ডুরান। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। এবার ওটাভিওর পাসে নিচু শটে বল গোলপোস্টে পাঠান সাদিও মানে।
ম্যাচের ৩৮ মিনিটে গোলের দেখা পান রোনালদো। ব্রোজোভিচের শট গোলকিপার ফিরিয়ে দিলে, বল উঁচুতে উঠে যায়। সেই বল কাছ থেকে ভলিতে জালে পাঠান পর্তুগিজ মহাতারকা। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট টুর্নামেন্টেও ৭ ম্যাচে ৮ গোল করলেন সৌদি প্রো লিগে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডুরান আবার গোল করে ব্যবধান ৪-০ করে দেন। এরপর ৫৩ মিনিটে ইয়োকোহামার কোটা ওয়াতানাবে একটি গোল শোধ করেন।
তবে ওয়াতানাবের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের মাঝপথে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে তাকে মাঠ ছাড়তে হয়। ৬৬ মিনিটে কোচ স্তেফানো পিওলি রোনালদোকে তুলে নেন, কারণ সামনে আছে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল। এই জয়ে তৃতীয়বারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল আল নাসর। এর আগে ২০২০ ও ২০২১ সালে এই লিগের সেমিফাইনালে উঠেছিল সৌদি ক্লাবটি।