গাইবান্ধায় সংবাদপত্র বিক্রেতা আনিস হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরিফ মিয়া (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সাতটার দিকে গাইবান্ধা শহরের পৌরপার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
রাত সাড়ে আটটায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। তিনি বলেন, আনিস হত্যা মামলায় জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত গাইবান্ধা সদর উপজেলার কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে আনিস মিয়া (৩৭)। তিনি প্রায় ২০ বছর ধরে গাইবান্ধা শহরে সংবাদপত্র ফেরি করে বিক্রি করেন। পত্রিকা বিক্রির পর প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত তিনি অটোবাইক চালান।
বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে শহরের রেলগেট এলাকায় কয়েকজন অপরিচিত দুর্বৃত্ত যাত্রী সেজে জেলা স্টেডিয়ামে যাওয়ার কথা বলে তার অটোবাইকে ওঠে। সেখানে যাওয়ার পর ওইসব দুর্বৃত্তরা আনিসকে ছুড়িকাঘাত করে হত্যার পর অটোবাইক নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় শুক্রবার রাতে নিহত আনিস মিয়ার স্ত্রী কবিতা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়।