গতকাল ঢাকা শহরে থেমে থেমে বৃষ্টি হয়েছে পুরোটা দুপুর। কিন্তু শেষ বিকেলে মিরপুরের আকাশ হয়ে উঠেছে লাবণ্যময়ী। ছাইরঙ্গা মেঘভর্তি আকাশটিতে হলুদাভ আলোর ছায়া, ওর ফাঁকেই ধরা দিচ্ছে আসমানী রঙটি। এক পর্যায়ে হঠাৎ মনে হতে পারে আজকের অলিখিত ফাইনালের জন্যই কি এমন সাজসজ্জা শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ওপরে ছেয়ে থাকা আকাশটির। যেখানে নীল আকাশের হলুদাভ কিরণ সমর্থন যোগাচ্ছে আবাহনীকে। আর সাদার ওপর ছাইরঙ্গা মেঘগুলো মোহামেডানকে। শেষ হাসি কারা হাসবেন সেটি আজ বিকেল নাগাদ ফয়সালা হয়ে যাবে। কিন্তু যে রঙেই আকাশ সাজুক না কেন? সব ধুয়ে নিয়ে যেতে পারে বৃষ্টি। তাতে ক্রিকেটপাগল বাঙালি অঘোষিত ফাইনালে আবাহনী-মোহামেডানের মাঠের খেলার উত্তাপ থেকে বঞ্চিত হলেও শিরোপার হ্যাটট্রিক পূরণ হয়ে যাবে আবাহনীর। মোহামেডানের জন্য সুখবর- বৃষ্টি যে হবেই, আবহাওয়া পূর্বাভাস জোর দিয়ে সে কথা বলছে না।
এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের রবিন লিগের শেষ রাউন্ডে মুখোমুখি হয়েছিল দুদল। উত্তাপ ছড়ানো সেই ম্যাচে মোহামেডান জিতেছিল ৩৯ রানের ব্যবধানে। ম্যাচ জিতলেও আচরণ সামাল দিতে পারেননি তামিম ইকবালের অনুপস্থিতিতে মোহামেডান অধিনায়ক হওয়া তাওহীদ হৃদয়। এক ম্যাচে থেকেই পান ৭টি ডিমেরিট পয়েন্ট। হৃদয়ের শাস্তি থাকবে না উঠে যাবে- এই দীর্ঘ জলঘোলা অধ্যায় সমাপ্তের পর গাজী গ্রুপের বিপক্ষে সবশেষ ম্যাচেই আবার অঘটন ঘটান তিনি। ফলস্বরূপ আরও এক ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় চার ম্যাচ নিষিদ্ধ হয়ে আবাহনীর মুখোমুখি হওয়া হচ্ছে না এ তারকা ক্রিকেটারের। তার অবর্তমানে নেতৃত্ব দিয়েছিলেন রনি তালুকদার। তাকেই দেখা যেতে পারে মাঠ সামলাতে। ওয়ানডে ফরম্যাটে দেশের সর্বোচ্চ প্রতিযোগিতায় শিরোপাখরা কাটানোর সুবর্ণ সুযোগ সাদা-কালোদের সামনে। ১৯৭৩-৭৪ মৌসুম থেকে চলমান হলেও ডিপিএল লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পায় ২০১৩-১৪ মৌসুম থেকে। আগের পর্যায়ে ৯টি শিরোপা ঘরে থাকলেও, এর পর আর একবারও ডিপিএল জিততে পারেনি মতিঝিলের ক্লাবটি। মোহামেডান পেসার এবাদত হোসেনের মতে, ‘আবাহনী-মোহামেডান সবসময় গরম খেলা হয়, উত্তেজনাপূর্ণ হয়। শেষ অনেক বছর ধরে এই শিরোপাটি মোহামেডান নিতে পারেনি। এবার আমাদের দল আর ভেতরের পরিবেশ খুব ভালো। চেষ্টা করবো কাল চ্যাম্পিয়ন হতে।’
অন্যদিকে আবাহনী ডিপিএলের সবচেয়ে সফলতম ক্লাব। প্রথম ধাপে ১৭টির সঙ্গে নতুন ধাপে আরও ৫টি, মোট ২২টি ডিপিএল শিরোপা ঘরে তুলেছে তারা। গত দুই আসরের টানা চ্যাম্পিয়নও ধানমণ্ডির ক্লাবটি। এবারও তারা ফেভারিট। মোহামেডানের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থাকায়, আজ ম্যাচের ফয়সালা না হলেও শিরোপা যাবে ধানমণ্ডিতে। ডিপিএলে নেই কোনো রিজার্ভ ডে। তাই আজই মীমাংসা হবে এবারের চ্যাম্পিয়ন কারা হচ্ছেন। জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়ে দিয়ে আবাহনীর হাল ধরেছিলেন হান্নান সরকার। আগের দুই মৌসুম আবাহনীকে শিরোপা এনে দিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। তার জায়গায় এসেই লিভারপুলের আর্না স্লটের মতো কীর্তি গড়ার সুযোগ হান্নানের সামনে। আর এ ব্যাপারে তিনি প্রত্যয়ীও। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল তিনি বলেন, ‘টুর্নামেন্ট শুরুর প্রথম ম্যাচ থেকেই আমাদের পরিকল্পনা ছিল ১৬টি ম্যাচ খেলার। প্রথমে সুপার লিগ কোয়ালিফাই করেছি। এবার শিরোপার জন্য শেষ ম্যাচ পর্যন্ত খেলতে হচ্ছে। এই ম্যাচটির জন্য একটু আলাদা প্রেক্ষাপট তৈরি হয়েছে। অলিখিত ফাইনাল বলে। টুর্নামেন্ট শুরু করেছিলাম চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। এখনও সেই লক্ষ্যের একেবারে শেষ পর্যায়ে আছি। আমাদের খেলোয়াড়রাও এক্সাইটেড কালকের দিনটা নিয়ে। কখন খেলা শুরু হবে এবং দিন শেষ সাড়ে চারটা পাঁচটার দিকে কখন ট্রফিটা তারা হাতে নেবে।’
আবাহনীকে ব্যাট হাতে এগিয়ে নিচ্ছেন পারভেজ হোসেন ইমন। ৭৭০ রান করা ইমন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। মোহামেডানের সর্বোচ্চ রান সংগ্রাহক রনি তালুকদার করেছেন ৫৩৪ রান। সবশেষ দেখায় আবাহনীর বিপক্ষে বড় ম্যাচে একাদশে সুযোগ পেয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আনিসুল ইসলাম ইমন। সুপার লিগে অগ্রণী ব্যাংকের বিপক্ষেও খেলেন ৭৫ রানের ইনিংস। দুই ইমনের আরেকটি দ্বৈরথ আজ দেখা যেতে পারে। বোলারদের মধ্যেও নৈপুণ্যে রাজত্ব করছে আবাহনী। রাকিবুল ইসলাম ৩০ ও মোসাদ্দেক সৈকত ২৮ উইকেট নিয়ে তালিকার এক ও দুইয়ে। মোহামেডানের সাইফ উদ্দীন ২৩ উইকেট নিয়ে আছেন তিনে। বিকেএসপির দুই মাঠে শেষ রাউন্ডের ম্যাচে মাঠে নামবে গাজী গ্রপ-অগ্রণী এবং লিজেন্ডস অব রূপগঞ্জ-গুলশান। তবে সবার চোখ থাকবে মিরপুরে। বৃষ্টি না হলে ৭৫ শতাংশ আর্দ্রতার দিনে ভ্যাপসা গরমে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মাঠে কতটা উত্তাপ ছড়াতে পারেন সেটি দেখার অপেক্ষায়।