মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

প্রিমিয়ার লিগই বিশ্বের সেরা কিনা জানেন না এনরিকে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পিএম

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ বলে বিবেচিত তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ দুটিই আছে। তবে প্রায় সব ফুটবল বিশ্লেষকের মতে সবচেয়ে কঠিন লিগ ইংলিশ লিগ। আজ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মুখোমুউখি হবে পিএসজি।

পিএসজির কোচ এনরিকে অবশ্য মনে করছেন না প্রিমিয়ার লিগই সেরা। এ বিষয়ে সরাসরি কিছু না বললেও তার কথায় বোঝা যায় দ্বিমত আছে এনরিকের।

ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, 'সবাই এমনভাবে কথা বলে যে প্রিমিয়ার লিগই বিশ্বের সেরা। আমি জানি না এই কথার সাথে আমি একমত কিনা। তবে এসবে কিছু যায় আসে না। আমি হ্যাঁ বা না যেটাই বলি না কেন সবাই আমার সমালোচনা করবে।'

আর্সেনাল প্রিমিয়ার লিগের ক্লাব। পিএসজি ফ্রেঞ্চ লিগের। সেমির আগে চাপমুক্ত থাকতেই এনরিকে এমন কথা বলেছেন কিনা তা নিয়েও হচ্ছে আলোচনা।

এমিরেটস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে আর্সেনাল-পিএসজি ম্যাচ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত