ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর যেন রীতিমতো নাটকীয়তায় ভরপুর ছিল। মাঠের পারফরম্যান্সের বাইরেও আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মোহামেডান স্পোর্টিংয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। শৃঙ্খলাভঙ্গজনিত কারণে নিষেধাজ্ঞার কবলে পড়ে তিনি শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে খেলতে পারেননি—যে ম্যাচে হার দেখে মোহামেডান, আর শিরোপা জিতে নেয় আবাহনী।
ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হৃদয় একটি আবেগঘন স্ট্যাটাস দেন, যেখানে তিনি মোহামেডানের মানসিক লড়াই, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নিজের উপলব্ধি তুলে ধরেন। তিনি লেখেন:
"এবারের প্রিমিয়ার লীগে ২২ গজের বাহিরেও এক প্রকার অলিখিত যুদ্ধ করে গেলো মোহামেডানে স্পোর্টিং ক্লাব। আর কোনো দলকে এতোটা মানসিক যুদ্ধ করতে হয়নি, যতোটা মোহামেডান করেছে।
প্রতিটি গল্পের দুটি দিক থাকে। হয়তো একপক্ষের চাপে অপরপক্ষ আমাদের কখনো জানার সুযোগ হয়না। তাই ঢালাওভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি। একদম শুরু থেকে যদি সবটাই বলতে পারতাম তবে কাহিনী হতো ভিন্ন, যেটা বলতে পারছি না, কেনো পারছি না তা নাহয় পরেই বলবো!!
নিজেদের ভেতর অনেক কিছুই হয়, বড়-ছোট সবাই ভুল করে, পরিবারের অপর মানুষটা যেনো ছোট বা অপমানিত না হয় সেজন্য নিজেকেও অনেক কিছু নিজের ঘাড়ে নিতে হয়, আবার সহ্য করতে হয়ঃ- হোক সেটা অপমান কিংবা ভালোবাসা। এগুলো মিলেই জীবন। আপাতত এটাই বুঝিয়েছি নিজেকে।
মোহামেডানের কর্তৃপক্ষ প্রত্যেকটি ম্যাচে আমাকে উপস্থিত রাখার জন্য যে চেষ্টা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সতীর্থ প্লেয়ার, শ্রদ্ধেয় কোচ, সংশ্লিষ্ট সকলের প্রতি ভালোবাসা❤️"
এই স্ট্যাটাসে হৃদয় ইঙ্গিত দিয়েছেন, অনেক কথা তিনি এখনো প্রকাশ করতে পারছেন না। কিন্তু তাঁর ভাষায়, সবটা বলা গেলে গল্পটা অন্যরকম হতে পারত। মাঠের বাইরের এই লড়াই মোহামেডান এবং হৃদয়ের চলার পথের একটি ভিন্ন অধ্যায় হয়ে থাকবে।