আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে প্রশংসার বন্যায় ভাসছেন বৈভব সূর্যবংশী। ১৪ বছরের এই কিশোরকে এবার পুরস্কৃত করেছে বিহারের মূখ্যমন্ত্রী নীতিশ কুমার। গতকাল নিজের এক্স হ্যান্ডলে তিনি বৈভবকে ১০ লাখ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। ভারতের বিহারের মিথিলা অঞ্চলের সমস্তিপুর থেকে উঠে আসা বৈভব এখন আইপিএল মাতাচ্ছেন।
এক্স হ্যান্ডেলে নীতিশ কুমার লিখেছেন, ‘বিহারের জনাব বৈভব সুর্যবংশীকে অভিনন্দন ও শুভেচ্ছা, যিনি আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরি করেন। নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমে তিনি ভারতীয় ক্রিকেটের নতুন আশা হিসেবে আবির্ভূত হয়েছেন। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফোনেও তাকে অভিনন্দন জানিয়েছি। বিহারের তরুণ ক্রিকেটার জনাব বৈভব সূর্যবংশীকে রাজ্য সরকারের পক্ষ ১০ লাখ রুপিও দেওয়া হবে। আশা করি, বৈভব ভারতীয় দলের হয়ে ভবিষ্যতে নতুন নতুন রেকর্ড গড়বেন এবং দেশের গৌরব বয়ে আনবেন।’
গত বছর আইপিএলের মেগা নিলামে বৈভবকে ১ কোটি ১০ লাখ রুপিতে কেনে রাজস্থান। আইপিএল অভিষেকে প্রথম বলেই শার্দুল ঠাকুরকে ছক্কা হাঁকিয়ে সবার নজর কাড়েন বৈভব। এরপর গত সোমবার গুজরাটের ২০৯ রান তাড়া করতে নেমে ৩৮ বলে ১১ ছক্কা ও ৭ চারে খেলেন ১০১ রানের ইনিংস। অনেকের মতে, আইপিএলের ইতিহাসেই অন্যতম অবিশ্বাস্য ইনিংস এটি। আইপিএল তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসেও বৈভব এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।