৫২টি টেস্ট খেলে ফেলেছেন, অথচ সেঞ্চুরি ছিল মাত্র একটি। মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দক্ষতার সঙ্গে এই পরিসংখ্যানটা ঠিক যায় না। অবশেষে চার বছর অপেক্ষার পর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন মিরাজ। আজ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে তিনি ১৪৩ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই চট্টগ্রামেই তিনি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সেঞ্চুরির পাশাপাশি এই ফরম্যাটে ২ হাজার রানের মাইফলকও পেরিয়ে গেছেন মিরাজ। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২ হাজার রান ও ২০০ উইকেটের যুগলবন্দি রেকর্ড আছে তার। আজ মিরাজের সেঞ্চুরির পেছনে বড় অবদান আছে তানজিম হাসান সাকিবের। প্রথম সেশন থেকেই মিরাজকে দারুণ সঙ্গ দিয়েছেন এই পেসার। দুজনের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে এসেছে ৯৬ রান। তানজিম ৪১ রান করে আউট হয়েছেন।
আজ বুধবার ২৯১ রান নিয়ে ৬৪ রানে এগিয়ে থেকে দিন শুরু করে বাংলাদেশ। মিরাজ-তাইজুলের ব্যাটে ৩০০ পেরোনোর পরই বৃষ্টি নামে। ফের খেলা শুরু হলে প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেন দুই ব্যাটার। ভিনসেন্ট মাসেকেসার বলে তাইজুল ইসলামের বিদায়ে ভাঙে ৮ম উইকেটে ৬৩ রানের জুটি। এরপর মিরাজের সঙ্গী হন তানজিম সাকিব। প্রথম ইনিংসে ১২৯.২ ওভার ব্যাটিং করে ৪৪৩ রানে অল-আউট হয়েছে বাংলাদেশ। লিড হয়েছে ২১৭ রানের।
এর আগে গতকাল জিম্বাবুয়েকে ২২৭ রানে অল-আউট করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সাদমান ইসলাম (১২০)। তিন বছর পর টেস্ট খেলতে নেমে এনামুল হক বিজয় করেন ৩৯ রান। তবে বাংলাদেশের মিডল অর্ডার এদিন ভালো করতে পারেনি। ছোট্ট একটা ধসও নেমেছিল শেষ বিকেলে।