বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মিরাজ ক্যারিশমায় ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পিএম

সেঞ্চুরি আর পাঁচ উইকেট—একই ম্যাচে ব্যাটে-বলে অনন্য কীর্তি গড়ে টেস্ট ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার অলরাউন্ড জাদুতে ইনিংস এবং ১০৬ রানের বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ।

ম্যাচের তৃতীয় দিনে মিরাজের ১৪৩ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪৪৪ রান। এরপর বল হাতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ডানহাতি এই অফ স্পিনার। ৩২ রান খরচায় শিকার করেন পাঁচটি উইকেট। সোহাগ গাজী ও সাকিব আল হাসানের পর মিরাজই তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার, যিনি টেস্টে একই সঙ্গে সেঞ্চুরি ও পাঁচ উইকেটের বিরল কীর্তি গড়লেন।

প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২২৭ রানে থামিয়ে ২১৭ রানের লিড নেয় বাংলাদেশ। সেই বিশাল চাপ নিয়ে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে আবারও ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে তারা থামে মাত্র ১১১ রানে।

তৃতীয় দিনের শুরুতে সেঞ্চুরির পথে এগিয়ে যান আগের দিনের অপরাজিত মিরাজ। তাইজুল ইসলামকে নিয়ে ৬৩ রানের জুটি গড়ার পর সেঞ্চুরির দেখা পান এই অলরাউন্ডার। নবম উইকেটে তানজিম হাসান সাকিবের সঙ্গে আরও ৯৬ রানের মূল্যবান জুটি গড়েন মিরাজ। তানজিম খেলেন ৮০ বলে ৪১ রানের ইনিংস।

মিরাজের ব্যাটে বাংলাদেশের লিড পার করে দুই শত। শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনিই—১৬২ বলে গড়া ১০৪ রানের ঝকঝকে ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি।

বল হাতে শুরুটা দেন তাইজুল ইসলাম। সপ্তম ওভারে দুই উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ধস নামান বাঁহাতি এই স্পিনার। এরপর একে একে উইকেট তুলে নিতে থাকেন নাঈম হাসান ও মিরাজ। উইলিয়ামস, আরভিন, মাধেভেরে, সিগাকা, মাসাকাদজা—সবাইকে ফিরিয়ে ইনিংস গুটিয়ে দেন মিরাজ। তার ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পণ করে সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন বেন কারান। বাকিরা ছিলেন যেন যাত্রী! বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন মিরাজ, দুটি করে উইকেট নেন তাইজুল ও নাঈম।

মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। 

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ২২৭ ও ৪৬.২ ওভার ১১১ (কারেন ৪৬, আরভিন ২৫; মিরাজ ৫/৩২, তাইজুল ৩/৪২, নাঈম ১/৩৪)। 

বাংলাদেশ ১ম ইনিংস: ১২৯.২ ওভারে ৪৪৪ (সাদমান ১২০, মিরাজ ১০৪, তানজিম ৪১, মুশফিক ৪০, এনামুল ৩৯, মুমিনুল ৩৩, নাজমুল ২৩, তাইজুল ২০; মাসেকেসা ৫/১১৫)। 

ফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী। সিরিজ: ২ ম্যাচ সিরিজ ১–১ ড্র। 

ম্যাচ ও সিরিজ সেরা: মেহেদী হাসান মিরাজ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত