স্ট্রাইকার না হয়েও বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম বড় অস্ত্রের নাম রাফিনহা। ব্রাজিলিয়ান এই উইঙ্গার এখন ক্লাবের হয়ে নিয়মিত গোল করেন এবং সহায়তাও করেন। গতকাল বুধবার রাতে ইন্টার মিলানের বিপক্ষে অ্যাসিস্ট করে রীতিমতো লিওনেল মেসির রেকর্ড ভেঙে দিয়েছেন।
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। ৩৮তম মিনিটে ফেরান তোরেসের গোলে প্রথমবারের মতো সমতায় ফেরে বার্সা। পেদ্রির পাস বক্সের বাঁ প্রান্তে পেয়ে রাফিনহা ইচ্ছে করলেই নিজে গোল করতে পারতেন। কিন্তু তিনি হেড করে বল পাঠান বক্সের ভেতর, সেখান থেকে তোরেস অনায়াসে স্কোরলাইনে সমতা টানেন।
বার্সার তৃতীয় গোলেও ছিল রাফিনহার অবদান। তার বুলেট গতির শট গোলবার কাঁপিয়ে ইন্টার মিলান গোলকিপার ইয়ান সোমারের পিঠে লেগে ঢুকে পড়ে জালে। তাই এটাকে আত্মঘাতী গোল হিসেবে ধরা হয়েছে। আর তোরেসের গোলে অ্যাসিস্ট করে রাফিনহা হয়েছেন বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা ফুটবলার।
এতদিন এই রেকর্ড ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। বিশ্বকাপজয়ী এই সুপারস্টার বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে ১৯ গোলে অ্যাসিস্ট করেছিলেন। সেটা ২০১১-১২ মৌসুমে। এবার তাকে ছাড়িয়ে গেলেন রাফিনহা। ইউরোপসেরার চলতি মৌসুমে ব্রাজিলিয়ান তারকা ১২ গোল করার পাশাপাশি ৮ গোল করিয়েছেন। অর্থাৎ ২০টি গোলে রেখেছেন অবদান।