শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মোস্তাফিজ আউট খালেদ ইন

আপডেট : ০২ মে ২০২৫, ০৫:৫০ পিএম

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে শেষ মুহূর্তে পরিবর্তন এলো বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তবে হঠাৎ করেই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান, জাতীয় দলের ভবিষ্যৎ সিরিজকে সামনে রেখে মোস্তাফিজকে ফিট রাখতেই এই সিদ্ধান্ত।

চলতি মাসেই দুটি গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথমে সংযুক্ত আরব আমিরাত এবং এরপর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তাই মোস্তাফিজকে ‘এ’ দলে না খেলিয়ে সতেজ রাখার পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট।

এরইমধ্যে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ৫ মে। যদিও এটি ‘এ’ দলের সিরিজ, তবে স্কোয়াডে রাখা হয়েছে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড

পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত