সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার 

আপডেট : ০৩ মে ২০২৫, ০৭:২৬ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) বেলা ১২টার দিকে উপজেলাধীন দৌলতদিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ফরিদুল ইসলাম ফরিদ উপজেলার পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড কুমড়াকান্দি মহল্লার গিয়াস উদ্দিন শেখের ছেলে ও গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার মামলা নম্বর-১০, তারিখ: ১০ ডিসেম্বর ২০২৪ অনুযায়ী দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে ৫৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে অস্ত্র, বোমা ও লাঠিসোঁটা ব্যবহার করে গুরুতর আহত করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত