মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

৪ ম্যাচ পর গোল করলেন মেসি, টানা হারের পর জিতল মায়ামি

আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:৩০ এএম

ক্লাব এবং ভক্ত-সমর্থকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লিওনেল মেসি গোল করলেন। ৪ ম্যাচ পর গোলের দেখা পাওয়া মেসির সৌজন্যেই তিন ম্যাচ পর জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। আজ রবিবার ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচে নিউইয়র্ক রেডবুলসকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লিওনেল মেসির দল। এছাড়া গোল করেছেন লুইস সুয়ারেজ, মার্সেলো ভেইগান্ট আর ফাফা পিকাল্ট।

ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৯ম মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন পিকাল্ট। ৩০ মিনিটে ব্যবধানে দ্বিগুণ হয় ভেইগান্টের গোলে। আর ম্যাচের ৩৯ মিনিটে স্কোরলাইন ৩–০ করেন লুইস সুয়ারেজ। এর মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচের গোলখরা কাটালেন সাবেক উরুগুইয়ান স্ট্রাইকার। টানা গোল হজম করার পর ৪৩ মিনিটে এরিক ম্যাক্সিম চুপো–মোটিংয়ের সৌজন্যে ব্যবধান কমায় রেডবুলস।

আর্জেন্টাইন সুপারস্টার গোলটি করেছেন দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে। নিজেই আক্রমণ শুরু করে বক্সের বাইরে থেকে তালেসকো সেগোভিয়ার সঙ্গে দ্রুত দুবার বল দেওয়া–নেওয়া করেন। ততক্ষণে বক্সের মধ্যে ঢুকে যাওয়া আর্জেন্টাইন তারকা দুই ডিফেন্ডারের চাপ সামলে বাঁ পায়ের জোরালো শট বল জালে পাঠান। এটি চলতি বছর মায়ামির হয়ে ১৩ ম্যাচে মেসির ৮ম গোল। আর ক্যারিয়ারের ৮৫৯তম।

এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২১। এছাড়া ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিলাডেলফিয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত