মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জামিনে মুক্তির পর জেলগেট থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৫ মে ২০২৫, ০৪:৪৭ পিএম

গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তির পর খান সাঈদ হোসেন জসিম নামের এক আ. লীগের নেতাকে জেলগেটের সামন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা কারাগারের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের একটি পিকআপ ভ্যানেকরে সদর থানায় নিয়ে যাওযা হয়।

গ্রেপ্তারকৃত খান মো. সাঈদ হোসেন জসিম গাইবান্ধা পৌর শহরের নতুন বাজার মহুরি পাড়ার (বিহারি পট্টি) এলাকার মতিন  মিয়ার ছেলে। তিনি জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‎ওসি) শাহিনুর ইসলাম তালুকদার। তিনি জানান, জেলগেটের সামন থেকে আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেনকে জেল গেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের পুরাতন বাজার একার একোয়াস্টেট পাড়ার রঞ্জুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

খান জসিম জেলা বিএনপি ও যুবদলের কার্যালয় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গেল বছরের ২৬ আগস্ট সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার এজাহার ভুক্ত আসামি। এ ছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মী সভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহার ভুক্ত আসামিও তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত