মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

স্বতন্ত্র নিয়োগ বিধির দাবি

বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন 

আপডেট : ০৫ মে ২০২৫, ০৫:৪৬ পিএম

স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়ে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। আজ ঢাকাসহ সারাদেশের আদালতগুলোতে (সুপ্রিম কোর্ট ব্যতীত) এ কর্মবিরতি পালন করেন তারা।

এর আগে গত ১৯ এপ্রিল বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতার দাবি জানিয়ে এ কর্মসূচির ডাক দেয় বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

ওইদিন লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার বলেন, তাদের দাবি মানা না হলে ৫ মে কর্মবিরতি পালন করবেন তারা। এরই ধারাবাহিকতায় আজ সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার বিভাগীয় কর্মচারীরা সমাবেশ করেন। এ সময় তারা তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। কর্মসূচি শেষে সাড়ে ১১টার দিকে আদালতগুলোর বিচারকাজ শুরু হয়। 

এদিকে সকাল ৯টা থেকে বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশনের কর্মচারীদের ডাকা কর্মবিরতি চলাকালে দুর্ভোগে পড়েন বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারপ্রত্যাশীরা।

সকালে বেশকিছু আদালতের এজলাস ঘুরে দেখা গেছে, বিচারপ্রার্থীরা বসে থাকলেও বিচারকাজ বন্ধ রয়েছেন।

আইনজীবীরা বলেন, এজলাসগুলোতে বিচার বিভাগীয় কর্মচারীরা কেউ আসছেন না। ফলে মামলার নথি ব্যবস্থাপনায় লোক না থাকায় বিচারকাজ বন্ধ রয়েছে।  

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত