আইপিএলের মাঝপথেই নেতিবাচক খবরের শিরোনামে এলো ভারতের ক্রিকেট। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্কের অভিযোগে শিবালিক শর্মা নামের এক ক্রিকেটারকে গ্রেফতার করেছে যোধপুরের কুড়ি ভগতাসনি হাউজিং বোর্ড থানার পুলিশ। ২৬ বছর বয়সী শিবালিক ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। আইপিএলে গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন।
যোধপুর কমিশনারেটের এসিপি আনন্দ সিংয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালে গুজরাটে বেড়াতে গিয়ে শিবালিকের সঙ্গে পরিচয় হয়েছিল অভিযোগকারীণীর। এরপর তারা মোবাইল নাম্বার বিনিময় করেন। ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় প্রণয়ে। একসময় দুজনেই নিজ নিজ পরিবারের কাছে সম্পর্কের কথা খুলে বলেন। দুই পরিবার সেটা মেনে নেয় এবং এক পর্যায়ে দুজনের বাগদানও হয়ে যায়।
বাগদানের পর শিবালিকের সঙ্গে দেখা করতে ওই তরুণী যোধপুর গিয়েছিলেন। সেখানেই তারা যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু ২০২৪ সালের অগাস্ট মাসে শিবালিকের মা-বাবা জোর করে এনগেজমেন্ট ভেঙে দেন বলে সেই তরুণীর অভিযোগ। শিবলিকের বাবা-মা নাকি তাদের ছেলের জন্য বড় ঘরের সমন্ধ জোগার করেছিলেন। এরপর শিবলিক নিজেও বিয়ে করতে অপরাগতা প্রকাশ করেন। এরপরই তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন সেই তরুণী।
তদন্তের পর অভিযোগের প্রমাণ পেয়ে শিবালিককে গ্রেফতার করে যোধপুর পুলিশ। আদালত তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ২০২৪ আইপিএল মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে ছিলেন শিবালিক। এখন পর্যন্ত ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলে ১ হাজার ৮৭ রান করেছেন বাঁহাতি ব্যাটার শিবালিক। এছাড়া ১৩টি লিস্ট-এ এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন।