মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আগে প্রয়োজন দেশের বাইরে সিরিজ জেতা, তারপর বড় ইভেন্ট: লিটন

আপডেট : ০৬ মে ২০২৫, ১০:০৭ পিএম

টি-টোয়েন্টি জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে চার ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে জিতেছেন ৩টি। ম্যাচ সংখ্যা কম হলেও ৭৫ শতাংশ জয়ের হার নিয়ে এ তালিকায় সবচেয়ে সফল অধিনায়ক তিনিই। এবার পেয়েছেন দেশকে সংক্ষিপ্ততম ফরম্যাটটিতে নেতৃত্ব দেওয়ার পূর্ণ ভার। একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে লিটন প্রকাশ করেছেন তার সাফল্য ভাবনা।

অধিনায়ক হিসেবে দলের সাফল্য কীভাবে দেখেন লিটন। প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি যেটা বলবো সেটা অনেকেই নেতিবাচকভাবে নিতে পারে, কিন্তু এটা আমার মতামত। আমার কাছে মনে হয় যেকোনো একটা ইভেন্টে শিরোপা জেতার আগে আমাদের বাইরের দেশে গিয়ে সিরিজ জেতাটা জরুরি। অধিনায়ক হিসেবে আমার প্রথম লক্ষ্য থাকবে- আমরা বাইরে গিয়ে যখন কোনো সিরিজ খেলছি সেটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে জিততে পারছি কি না। যদি পাঁচটা ম্যাচ খেলি তাহলে এর মধ্যে কয়টা আমরা জিতছি, কয়টা হারছি। তখন আমি চিন্তা করবো বড় ইভেন্টে গিয়ে কীভাবে জিতবো।’

লিটন আরও যোগ করেন, ‘যখন বড় দেশের বিপক্ষে খেলছি, যেমন ধরুন পাকিস্তান। সিরিজ শেষে দেখা উচিত আমাদের ফলাফল কী। এর পর ধরুন ভারত, ওই একইরকম সিরিজ শেষে আমাদের ফলাফল কী। এই দলগুলোই তো বিশ্বকাপে গিয়ে খেলবে। আপনি যদি দ্বিপাক্ষিক সিরিজে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন তাহলে ইভেন্টে গিয়েও করতে পারাটা কঠিন। কারণ আপনি আরও চাপের মধ্যে পড়বেন, আরও চাহিদা থাকবে, আরও মানুষের আকাঙ্খা থাকবে। তাই আমার কাছে মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়েররই উচিত ভাবা যে সিরিজগুলোতে আমরা কীভাবে উন্নতি করতে পারছি। সঙ্গে আর কী করলে আরও ভালো করতে পারবো।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত