গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি মোহাম্মদ শাহীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসন থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় তাদের গাজীপুর আদালতে হাজির করা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেপ্তাররা সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সজিব খান জানান, সোমবার গ্রেপ্তার ৪৩ জনকে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
এর আগে সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি আল আমিন খন্দকার বাদী হয়ে ১০০ জনকে আসামি করে বাসন থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায়। এতে তার গাড়ির গ্লস ভেঙে যায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হন। এরপরই এলাকায় এলাকায় ব্যাপক অভিযান শুরু করা হয়। অভিযান চালিয়ে মঙ্গলবার বিকাল পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।