ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিজিবি। মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৬ মে) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- ফেনী জেলার হরিপুর গ্রামের শেম্পু কুমার দাস (৩৩), খুলনার আনন্দনগর গ্রামের মিজানুর রহমান (৪২), নড়াইল জেলার মাধবপাশা গ্রামের সামাদ মোল্লা (২৯), একই জেলার কুঞ্জপুর গ্রামের সুমন শেখ (২৭) ও যশোর জেলার সোনাতলা গ্রামের ইনামুল মোল্ল্যা (৩৮)।
বিজিবি আরও জানায়, বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপি এলাকায় অভিযান চালায় বিজিবি। পৃথক অভিযানে ১৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১০ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান , আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক ৫ পুরুষ বাংলাদেশীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।