শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

জাহাঙ্গীরনগর থিয়েটারে চার দিনব্যাপী নাট্য উৎসব

আপডেট : ১১ মে ২০২৫, ০৫:৫৭ পিএম

আগামী ১৩ মে থেকে ১৬ মে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করতে যাচ্ছে চার দিন ব্যাপী ‘নাট্য উৎসব ২০২৫’। উৎসবের স্লোগান- ‘শিল্পানলে নির্মল হোক আশান্ত বসুধা’। উৎসবের প্রথম দিন সকাল ১০টায় থাকছে র‍্যালি। একই দিনে সন্ধ্যা ৭.৩০ মিনিটে থাকছে নাট্যদল বাতিঘরের প্রযোজনা ‘প্যারাবোলা’। 

দ্বিতীয় দিন ১৪ই মে সন্ধ্যা ৭.৩০ মিনিটে থাকবে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনা ‘ ইনফরমার’।  ১৫ মে থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটারের গান ও কবিতার আসর ‘মধ্যরাতের কবিতা ও গান’। সেখানে আরও অংশ নেবেন ক্যাম্পাসের ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা। উৎসবের শেষ দিন ১৬ই মে দিনব্যাপী থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটারের পুনর্মিলনী। প্রতি বছরের ন্যায় এবারেও থাকছে গুনীজন সম্মাননা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত