‘ছেলেটা কালো বলেই হয়তো বিসিবির চোখে পড়ে না’, বাংলাদেশ জাতীয় দলের মিডলঅর্ডারে এখনকার ভরসা- জাকের আলী অনিককে নিয়ে এমন মন্তব্যই করেছিলেন কোচ সালাহউদ্দীন চৌধুরী। তার ওই মন্তব্যের পরই জাতীয় দলের দরজা খোলে জাকেরের। কথাবার্তায় সবসময় স্পষ্টতার ছাপ রাখা সালাহউদ্দীন এখন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। আমিরাত সফরকে সামনে রেখে আজ গণমাধ্যমের সামনে এসে খোলা মনে অনেক কথাই বলেছেন। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে দায়িত্বের চাপ সামলানোর পরামর্শও দিয়েছেন তিনি।
মিরপুরে লিটনকে নিয়ে সালাহউদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা সবাই মিলে পারফর্ম করি না। ভালো পারফর্ম করলে অধিনায়কত্ব করা সহজ হতো। একইসঙ্গে আমরা অনেক ইমোশনাল। তবে অধিনায়ক হিসেবে সব চাপই নিতে হবে। সব কিছু হ্যান্ডেল করতে হবে। পারফরম্যান্সের গ্রাফ ওপরে উঠলে সহজ হবে তার জন্য। একটা জিনিস শেখানোর চেষ্টা করছি। এখানে দায়িত্ব নেওয়ার সময় সুনামের সঙ্গে সমালোচনাও নিয়ে এসেছি। এটা হ্যান্ডেল করাও শিখতে হবে। তার এসব শিখতে হবে।’
লিটনের অধিনায়কত্ব নিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দলের অধিনায়ক মানে পুরো দেশেরই অধিনায়ক, এটা মানতে হবে। খুবই কঠিন কাজ। ওকে সাপোর্ট করতে হবে সবার। অধিনায়কই দলকে চালাবে। তাই পূর্ণ সমর্থন দিতে হবে। স্বাধীনতা দিলে সে ভালো করবে। বাইরে থেকে মনে হতে পারে অধিনায়কত্ব করা সহজ। আসলে তা নয়। লিটন খুব ভালো ট্যাকটিশিয়ান। প্রতিপক্ষ সম্পর্কে খুব ভালোভাবে এনালাইসিস করে। দুর্বলতা বলা যায়, সাম্প্রতিক অফফর্ম। সবারই উন্নতি করার অনেক জায়গা আছে। ব্যাটসম্যান হিসেবে, মানুষ হিসেবে। লিটনকে আগে যা দেখেছি, এর সঙ্গে সবশেষ সিরিজে আকাশপাতাল পার্থক্য দেখেছি। সে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।’