বার্সেলোনার কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ সাফল্য পেয়েছেন হান্সি ফ্লিক। প্রথম তিন ক্লাসিকোর সবকটিতে জিতেছেন তিনি। জার্মান এই কোচের সামনে ইতিহাসে নাম লেখানোর হাতছানি।
লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রবিবার ঘরের মাঠে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮ টায়।
অপ্টা অ্যানালিস্টের তথ্য অনুযায়ী, ক্লাসিকোর ইতিহাসে কোচ হিসেবে নিজের প্রথম চার বা এর বেশি ম্যাচের সবগুলোতে জয়ের কীর্তি আছে একজনের। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনার দায়িত্বে টানা পাঁচটি ক্লাসিকো জিতেছিলেন পেপ গার্দিওলা। স্প্যানিশ এই কোচের পাশে বসার সুযোগ ফ্লিকের সামনে।
৪২ বছরের পুরোনো একটি স্মৃতিও ফেরানোর হাতছানি বার্সেলোনার সামনে।
স্পোর্ত এর তথ্য মতে এক মৌসুমে চারবার রিয়ালকে হারাতে পেরেছে বার্সেলোনা একবারই। সেটা ১৯৮২-৮৩ মৌসুমে। সেবার মুখোমুখি হওয়া পাঁচ এল ক্লাসিকোর চারটিতে বার্সেলোনা জিতেছিল, ড্র হয়েছিল অন্যটি।
এবার লিগে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল। তাই অনেকের মতে এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে কারা জিতবে এবারের লা লিগা শিরোপা।