লা লিগার ৩৫তম রাউন্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধেই হলো মোট ৬ গোল। ম্যাচের ১৪ মিনিটের মধ্যে দুই গোল দেয় রিয়াল। তবে প্রথমার্ধের বিরতিতে স্কোর বার্সেলোনা ৪-২ রিয়াল।
রিয়াল পঞ্চম মিনিটে এগিয়ে যায় পেনাল্টি গোলে। সেজনি এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল রিয়াল। স্পটকিকে গোল করেন এমবাপ্পে। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি এই ফরোয়ার্ড।
তাতে রেকর্ড বইয়ে নাম লেখান এমবাপ্পে। নিজের প্রথম মৌসুমে রিয়ালের হয়ে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় এখন এমবাপ্পে। তার গোল হয়েছে ৩৮টি। তিন দশকের বেশি সময় ধরে রেকর্ডটি ছিল চিলির কিংবদন্তি ইবান সামোরানোর। রিয়ালের জার্সিতে শুরুর মৌসুমে (১৯৯২-৯৩) এই স্ট্রাইকার ৩৭ গোল করেছিলেন ৪৫ ম্যাচে।
প্রথমার্ধের বাকি গল্পটা শুধুই বার্সেলোনার। ১৯ মিনিটে কর্ণার থেকে পাওয়া বলে হেডে গোল করে ব্যবধান কমান এরিক গার্সিয়া। ৩২ মিনিটে ম্যাচে সমতা ফেরান লামিন ইয়ামাল।
দুই মিনিট পরই স্বাগতিক বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনহা। পেদ্রির পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ৪৫ মিনিটে লুকাস ভাজকেজের ভুলে বল কেড়ে নেন রাফিনহা। ফেরান তোরেসের সঙ্গে দেওয়া-নেওয়া করে বল জালে পাঠান রাফিনহা।
এই মৌসুমে রিয়ালের বিপক্ষে চার ম্যাচে রাফিনহার গোল হলো পাঁচটি। দ্বিতীয়ার্ধে তা আরও বাড়িয়ে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করতে চাইবেন এই ব্রাজিলিয়ান।