শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

মুন্সীগঞ্জে ৩ হত্যাসহ ১৩ মামলার আসামি চাকু মিলন গ্রেপ্তার

আপডেট : ১২ মে ২০২৫, ০৫:৪৪ পিএম

মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ হত্যাসহ ১৩ মামলার আসামি মো. মিলন মিঝি ওরফে চাকু মিলনকে (৩৩) ধারালো চাকুসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দুপুরে ১২টার দিকে শহরের লিচুতলা এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ইন্সপেক্টর তদন্ত সজিব দে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টার দিকে লিচুতলা এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশের একটি টিম। এসময় সেখানে ঘুরাফেরা করছিলো বহু মামলার আসামি চাকু মিলনকে একটি ধারালো চাকুসহ গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। 

সদর থানার ইন্সপেক্টর তদন্ত সজিব দে আরো বলেন, গ্রেপ্তারকৃত মিলন গত বছরের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ নেতাকর্মীদের হাতে নিহত নুর মোহাম্মদ ওরফে ডিপজল, সজল মোল্লা ও রিয়াজুল ইসলাম ফরাজী হত্যা মামলার এজাহার নামীয় আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক ৩ হত্যাসহ তার বিরুদ্ধে থানায় ১৩ টি মামলা রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত