রাজধানীর যাত্রাবাড়ীতে বাসার ছাদে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আঞ্জুমান ফেরদৌস (৩৫) নামের এক কেয়ারটেকার আহত হয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারের পাশের একটি গলির বাসায় এই ঘটনা ঘটে।
আহত আঞ্জুমান ও বাসাটির মালিকের স্ত্রী জানান, বিকেলে বাসাটির ৭ম তলার ছাদে এক ভাড়াটিয়ার বাচ্চা খেলার সময় ক্রিকেট বল সদৃশ্য একটি বস্তু খুঁজে পায়। সেটি শিশুটির হাত থেকে নিয়ে দেখছিলেন আঞ্জুমান। এ সময় হঠাৎ বিস্ফোরণ। বিস্ফোরণে তার বাম হাত ও পেটে আঘাত লাগে। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে পরবর্তীতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান জানান, সন্ধ্যায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাত ও পেটে যখম রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আঞ্জুমানের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। বাবার নাম মৃত মনসুর আলী।