‘Winning Together’ – (একসাথে বিজয় অর্জন) এই স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের (বিইওএল) বার্ষিক বিক্রয় সম্মেলন। বিইওএল বাংলাদেশের ভোজ্যতেল খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং রূপচাঁদা, ফরচুন, কিংস, ভিওলা, মিজান ও লাকির মতো জনপ্রিয় ব্র্যান্ডের প্রস্তুত ও বিপণনকারী।
বিইওএলের সারাদেশের সকল বিক্রয় প্রতিনিধি, মার্কেটিং নেতৃবৃন্দ, হেড অফিস ও ফ্যাক্টরির উচ্চপদস্থ কর্মকর্তাগণের উপস্থিতিতে এই সম্মেলনটি সফলভাবে অনুষ্ঠিত হয়। এসময়ে, সারা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন ক্যাটেগরিতে কৃতিত্ববানদের সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যায় একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।