ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল কোচ কার্লো আনচেলোত্তিকে ব্রাজিল জাতীয় দলের পরবর্তী ম্যানেজার হিসেবে ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। ২৬ মে থেকে আনচেলোত্তি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আনচেলোত্তির ব্রাজিলের দায়িত্ব নেওয়ার গুঞ্জন বহুদিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত সেটা সত্যি হলো। ৬৫ বছর বয়সি এই ইতালিয়ান কোচ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে মৌসুম শেষ করেই ব্রাজিলের কোচ হিসেবে কাজ শুরু করবেন।
এর মাধ্যমে আনচেলোত্তি হতে যাচ্ছেন ব্রাজিল পুরুষ দলের ইতিহাসে প্রথম বিদেশি প্রধান কোচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর এবং প্যারাগুয়ের মুখোমুখি হবে তাঁর অধীনে।
ব্রাজিল কনফেডারেশন্স এক বিবৃতিতে আনচেলোত্তিকে অভিহিত করেছে “ফুটবলের ইতিহাসের সর্বাধিক সফল কোচ” হিসেবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত—একদিকে পাঁচবারের বিশ্বকাপজয়ী দল, অন্যদিকে ইউরোপের অভিজাত প্রতিযোগিতায় অসাধারণ সফল কোচ—দুজন কিংবদন্তির একত্রে পথচলা শুরু হচ্ছে।”
সিবিএফ রিয়াল মাদ্রিদ এবং ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে আনচেলোত্তির চুক্তির মেয়াদ থাকাকালীন সৌহার্দ্যপূর্ণভাবে তাঁকে ছাড় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে। এছাড়াও, ইউরোপে আনচেলোত্তি ও রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়া দিয়েগো ফার্নান্দেসকেও ধন্যবাদ জানিয়েছে কনফেডারেশন।
কার্লো আনচেলোত্তি তার কোচিং ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রেকর্ড পাঁচবার—তিনবার রিয়াল মাদ্রিদের সঙ্গে, দুইবার এসি মিলানের সঙ্গে। এছাড়া তিনি ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও স্পেনে ঘরোয়া লিগ শিরোপাও জিতেছেন যথাক্রমে এসি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের হয়ে।