সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সিলেট

আ. লীগের ২৬ নেতাকর্মী কারাগারে

আপডেট : ১২ মে ২০২৫, ০৯:১৯ পিএম

সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১২ মে) তারা সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক শেখ আশফাকুর রহমান আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি আশিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, এই ২৬ জন নেতাকর্মী উচ্চ আদালতের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা মতো সোমবার তারা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে আসামিরা আদালত প্রাঙ্গণে এসে হাজির হলে মামলার বাদী ও তাদের পক্ষের লোকজন আসামিদের ওপর ডিম ছুড়ে ও মারধরের জন্য ধাওয়া করে। অবশ্য পুলিশের হস্তক্ষেপে মারধরের কবল থেকে তারা রক্ষা পান।

কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছেন- জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবদুল খালিক, মুহিবুর রহমান, আলী আহমদ, ফজলুর রহমান, ইকবাল আহমদ, যুবলীগ নেতা আল আমিন সুমন, ছাত্রলীগ নেতা দেলোয়ার চৌধুরী, মোস্তফা উদ্দিন, সুলতান আহমদ, জাহাঙ্গীর চৌধুরী, খালেদ আহমদ, শাহরিয়ার আহমদ সাগর, সাইদুর রহমান, সাইদুল ইসলাম, সালেহ আহমদ, শিক্ষক মারুফ আহমদ প্রমুখ।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জকিগঞ্জে ৪টি মামলা দায়ের হয়। ৪ মামলায় এক হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়। কারাগারে পাঠানো ২৬ জন নেতাকর্মী এসব মামলায় আসামি হিসেবে রয়েছেন। এর আগে গত ৮ মে আরও ১০ জন নেতাকর্মী আদালতে হাজির হলে আদালতের নির্দেশে তাদেরকেও কারাগারে পাঠানো হয়েছিল।    

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত