যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে মারিয়া ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) উপজেলার সদীরআলী গ্রামে এ ঘটনা ঘটে। মারিয়া ইসলাম ওই গ্রামের আরশাদ আলীর মেয়ে।
জানা যায়, ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্থ ছিল শিশুটির পিতা মাতা। এ সুযোগে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।