বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পোস্টার নকলের অভিযোগ!

আপডেট : ১৩ মে ২০২৫, ১২:২৮ এএম

এবার প্রকাশ্যে এলো ‘ইনসাফ’ সিনেমাটির প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুক। ‘ইনসাফ’ চলচ্চিত্রে মোশাররফ করিম ও শরীফুল রাজের লুক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকের আলোচনায় তারা। গত রবিবার সন্ধ্যায় সামাজিকমাধ্যমে প্রকাশিত একটি লুক পোস্টারে এই অভিনেত্রীর দেখা মিলেছে একেবারে ভিন্ন আবহে।

তবে ফারিণের পোস্টারটি প্রকাশের পর নেটিজেনদের আলোচনায় আসে আরও একটি পোস্টার, যা দেখে অবাক দর্শকরা। কারণ সেই পোস্টারটিও একই রকম থিমে তৈরি, যা কি না ‘কিল বকসুন’ নামের একটি দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্রের পোস্টার।

ইনসাফ’র প্রকাশিত লুকে ফারিণের এক হাতে ফুল, অন্য হাতে কুঠার। ফেসবুকে পোস্টারটি প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই...।’ একই ক্যাপশনসহ তাসনিয়া ফারিণ নিজেও তার ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করেছেন।

সেই দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্রের পোস্টারের থিমের সঙ্গে ইনসাফ’র পোস্টারটি প্রায় একইরকম বলে মন্তব্য করেছেন অনেকে। যেখানে অভিনেত্রী জিয়ন ডো ইয়নের এক হাতে কুড়াল, আরেক হাতে একটি সবজির থলে দেখা যায়। নেটিজেনরা বলছেন, এটি কপি (নকল) করা হয়েছে।

কেউ কেউ আবার দাবি করছেন যে, ইনসাফ’র পোস্টারটি অনুপ্রাণিত একটি পোস্টার। এ ধরনের পোস্টার ডিজাইন অনেক সময় কাকতালীয়ভাবেও মিলতে পারে, আবার কখনো শিল্পী বা ডিজাইনাররা পুরনো কাজ থেকে অনুপ্রেরণা নিতে পারেন।

তবে এ বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল আজহায় ইনসাফ মুক্তি পাওয়ার কথা রয়েছে। যেখানে শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ভিলেন হিসেবে দেখা মিলবে অভিনেতা মোশাররফ করিমের।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত