বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

বনের জমি দখল নিয়ে দ্বন্দ্ব

শ্রীপুরে দুই পক্ষের দ্বন্দ্বে একজনের কব্জি বিচ্ছিন্ন

আপডেট : ১৩ মে ২০২৫, ০৬:২৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত জেরে শেখ হযরত আলী (৬০) নামে এক ব্যাক্তির হাত (কব্জি) কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ মে) সকালে বরমী ইউনিয়রে সোনাকর তাঁতীসুতা দক্ষিণ পাড়া গ্রামে  এ ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের মারামারিতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। 

এ ঘটনায় গুরুতর আহত শেখ হযরত আলী (৬০) ওই গ্রামের মৃত শেখ হাবিজ উদ্দীনের ছেলে।

জানা যায়,  দীর্ঘদিন ধরেই বেশ কিছু সরকারীর জমি বন্দোবস্ত নিয়ে শেখ হযরত আলী ও তার পরিবার চাষাবাদ করছিল। তবে এ জমি অমৃত চন্দ্রের পরিবারও দাবি করে আসছে। এ নিয়ে দুই পরিবারের বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে অমৃত চন্দ্র তার লোকজন নিয়ে জমিতে হালচাষ করতে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হযরত আলীর হাতে কোপ বসিয়ে দেয় অমৃত চন্দ্র। এতে হযরত আলীর কব্জি আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ দিকে অভিযুক্ত অমৃত চন্দ্রের ভাই প্রফুল্ল চন্দ্র অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মারামারির এক সময় আমাদের ফাঁসাতেই তারা নিজেরা হাত কেটে আমাদের অভিযুক্ত করছে। এটি মিথ্যা অভিযোগ। বরং আমাদের পরিবারের অনেকে তাদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এ জায়গাটা বন বিভাগের। বন বিভাগ কয়েকবার গাছ লাগিয়েও কোনো সুবিধা করতে পারেনি। তারা দুই পরিবারই জবরদখল করে যার যার নিয়ন্ত্রণে নিতে মরিয়া। এ ঘটনায় বন বিভাগ মামলা করেছে দখলদারদের বিরুদ্ধে। সে মামলা এখনো চলমান। সেই জমিতে হালচাষ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি বাধে। এতে একজনের কব্জি কেটে ফেলা হয়েছে।

শ্রীপুর ফরেস্ট অফিসের কর্মকর্তা (বিট অফিসার) মো. আলাল খান বলেন, ‘যে জমি নিয়ে দুইপক্ষ বিরোধে জড়িয়েছে সে জমি প্রকৃত পক্ষে বন বিভাগের। বেশ কয়েক বার গাছের চারা লাগানো হলেও তা নষ্ট করে ফেলে দখলদাররা। বর্ষাকালে আবার গাছের চারা লাগানো হবে।’

শ্রীপুর মডেল থানার ওসি (অপারেশন) শ্রী নয়ন কর বলেন,  ‘দুই পক্ষের মারামারিতে একজনের হাত কাটা গেছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত