বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মুন্সীগঞ্জে অটোরিকশাচালক হত্যার আসামি গ্রেপ্তার

আপডেট : ১৩ মে ২০২৫, ০৭:৪১ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অটোরিকশাচালক শাহ আলম (৬৫) হত্যার এক আসামিকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার (১৩ মে) দুপুর দেড়টার দিকে রাজধানীর কোতোয়ালী থানাধীন জিন্দাবাহার পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার রাতুল ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহরা গ্রামের মো. আনিস মিয়ার ছেলে। নিহত শাহ-আলম একই গ্রামের প্রয়াত হাফিজউদ্দিনের ছেলে।

আজ বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চলতি বছরের ২ এপ্রিল সকালে জীবিকার তাগিদে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন শাহ আলম। এরপর তিনি আর ওই দিন রাতে বাড়ি ফিরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় তার ছেলে মনির হোসেন (৪৭) নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে ৬ এপ্রিল সকাল ১০ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল গ্রামের রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় অটোরিকশা চালকের ওই লাশ উদ্ধার করে। ধারনা করা হয় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়েছেন দুষ্কৃতকারীরা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত