মঙ্গলবার প্রায় সারাদিনই বৃষ্টিতে ভিজেছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড। সবুজ ঘাস হয়েছে লকলকে, মাটি হয়েছে আর্দ্র। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা হয়তো এই পরিবেশের সঙ্গে নিজেদের দেশের খানিকটা মিল খুঁজে পাবেন সিলেটের আবহাওয়ায়। এমন কন্ডিশনেই বুধবার প্রথম চারদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল ও নিউজিল্যান্ড ‘এ’ দল।
জাতীয় লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত হাসান এবং সর্বোচ্চ উইকেট শিকারী এনামুল হক, দুজনেই আছেন বাংলাদেশ ‘এ’ দলে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজটা তাদের জন্য বড় পরীক্ষা।
বাংলাদেশের টেস্ট ওপেনারদের পারফরম্যান্স ভাল নয় বেশ অনেকদিন ধরেই। জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়কে তাই নির্বাচকরা রেখেছেন ‘এ’ দলেও। এবাদত হোসেন চোট কাটিয়ে ফিরে নিজেকে হারিয়ে খুঁজছেন, তাকেও সুযোগ দিচ্ছেন নির্বাচকরা। নিজেকে প্রমাণের বড় সুযোগ অমিত হাসান ও এনামুল হকের সামনে।
মিডল অর্ডার ব্যাটসম্যান অমিত ও ডানহাতি মিডিয়াম পেসার এনামুল, দুজনেই খেলবেন প্রথম চারদিনের ম্যাচে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘তাদের জন্য বড় একটা সুযোগ। নিউজিল্যান্ডের পেসাররা ওয়ানডে সিরিজে কয়েকবার বল আমাদের ব্যাটসম্যানদের হেলমেটে লাগিয়েছে। উইকেটে ঘাস রাখতে বলা হয়েছে। দেখতে চাই ভাল বোলিং এর বিপক্ষে তারা কেমন করে।’
সিলেটে বুধবার সারাদিনও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে স্থানীয় ক্রিকেট কর্মকর্তা জানিয়েছেন, মাঠ ভাল থাকায় থেমে থেমে বৃষ্টি হলেও খেলা চালানো সম্ভব হবে।
বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড : নাঈম শেখ, এনামুল হক বিজয়, জাকির হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম ভূঁইয়া, অমিত হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), হাসান মুরাদ, নাঈম ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, এনামুল হক, মুকিদুল ইসলাম মুদ্ধ।